কাপ্তাইয়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ নিয়ে জনসচেতনতা মূলক সভা

fec-image

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সম্পর্কিত জনসচেতনতা ফিরিয়ে আনতে ঔষধ নিয়ে জনসচেতনতা মূলক এক সভার আয়োজন করেছে।

সভায় বলা হয়, কোনো ফার্মেসীতে কোনো ধরণের মেয়াদোত্তীর্ণ ঔষধ বেচাকেনা চলবে না, প্রেসক্রিপশন ব্যতিত কোন ধরনের ঔষধ বিক্রয় করা চলবেনা। এতে করে সকলের মধ্যে সচেতনতা ফিরে আসবে।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২২অক্টোরব) সকাল ১১টায় প্রশান্তি পার্কে কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা ঔষধ তত্ত্বাবধায়ক প্রশাসক মো. কামরুল হাসান।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, চটগ্রাম শাখা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সমীর কান্তি সিকদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চট্রগ্রাম কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহসভাপতি মো. আব্দুল গনি, সহসভাপতি আশীষ কুমার ভট্রাচার্য, সহ-সভাপতি আলহাজ মহসিন উদ্দীন চৌধুরী ও রাঙ্গামাটি জেলার বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. হারুন।

এছাড়া কাপ্তাই উপজেলার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাবউদ্দীণ চৌধুরী, সহ সভাপতি রেজোয়ান টিপু, সমলেন্দু বিশ্বাস, দিপকদে, মো. ইকবাল, মো. আজিজ উদ্দিনসহ সকল সদস্য বক্তব্য রাখেন।

সম্মেলনে আগত কেমিস্ট এন্ড ড্রাগিস্ট তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম তুলে ধরেন এবং আগমীতে নির্ভেজাল ঔষধ বিক্রয় করার জন্য সকলে একমত পোষণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন