কাপ্তাইয়ে পাহাড়ি গরুর দাম ঊর্ধ্বমুখী

fec-image

আর মাত্র ক’দিন পরই পবিত্র কোরবানি সকলেই ব্যস্ত, ছুটছে পশুর হাটে। রাঙ্গামাটি কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলাঘাটে প্রতি বছরের ন্যায় এবারো কোরবানির হাট বসছে। অন্যান্য গরুর চেয়ে পাহাড়ি গরুর চাহিদা বেশি থাকায় এবার গরুর দাম ঊধর্বমুখী। গরুর হাটে দাম বেশি শুনে অনেকই অবাক হয়ে হাট হতে বাহির হয়ে যায়।

পবিত্র কোরবানি আসলেই রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা হতে কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলাঘাটে নদী পথে পাহাড়ি মোটা তাজা গরু নিয়ে আসে বিক্রয়ের জন্য। এলাকার লোকজন তথা কাপ্তাই উপজেলার বাহিরে অন্য উপজেলার লোকজন কাপ্তাইয়ে আসে কোরবানির গরু ক্রয় করে নিয়ে যায়।

রাঙ্গুনিয়া থেকে আসা আব্দুল খালেক জানান, পাহাড়ি গরুর কদর বেশি। তিনি জানান, এ গরু সব সময় পাহাড়ে জঙ্গলে থাকে প্রাকৃতিক খানা খায়। খুব হুষ্ট, পুষ্ঠ হয়ে থাকে। কোন প্রকার মোটা তাজা ইনজেকশন ব্যবহার করা হয়না বলে জানান। আর অনেক খামারি মোটা তাজা করার জন্য ইনজেকশন পুস করে বলে পাহাড়ি গরুর কদর বেশি।

গরু ব্যবসায়ী আবুল কালাম বলেন, এবার গরুর দাম বেশি। কি কারণে জানতে চাইলে তিনি বলেন, লকডাউনের ফলে পূর্বের তুলনায় গরু বাজারে কম আনা হচ্ছে। তাছাড়া গরু আনতে পথে, পথে বিভিন্ন রকমের অতিরিক্ত খরচ বহন করতে হয়। যার ফলে গরুর দাম এবার বেশি বলে জানান।

গরু ক্রয় করতে আসা কাপ্তাইয়ে উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, গরু অনুযায়ী দাম খুব বেশি। অনেক ক্রেতা দাম শুনে মাথায় হাত। কেউ বলছে বাজেটের চেয়েও অনেক বেশি। এবার হয়তো এ বাজেটে কোরবানি দেয়া হবেনা বলে মত প্রকাশ করেন। কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা ঘাট ইজারদার মো. মনির জানান, অন্য বছরের তুলনায় এবার গরুর দাম ঊধর্বমুখী। বেঁচা কিনাও কম বলে জানান। তবে আগামী শনি কিংবা রবিবার হয়তোবা কিছুটা দাম কমতে পারে বলে কেউ কেউ ধারনা করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন