কাপ্তাইয়ে পাহাড়ি পল্লীগুলোতে শীতের তীব্রতার পাশাপাশি বাড়ছে রোগও
রাঙামাটি কাপ্তাই উপজেলার পাহাড়ি পল্লীতে শীত জেঁকে বসেছে। পৌষ মাসের শুরু হতেই শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।দিন শেষে বিকাল না হতেই শীত জেঁকে বসেছে।সন্ধ্যা হওয়ার সাথে সাথে শীতের তীব্রতা আরোও দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। উপজেলার দুর্গম পাহাড়ি পল্লীগুলোতে তেমন একটা সূর্যের দেখা মিলে না।
উপজেলার ভাঙ্গামুড়া এলাকার রবিন তনচংগ্যা ও হরিণছড়া বাদল চাকমা জানান, দিন দিন পাহাড়ি পল্লীগুলোতে শীতের তীব্রতা বেড়ে চলছে। পাহাড়ি পল্লীর লোকজন শীত নিবারণের জন্য পাহাড়ের লতা-পাতা ও গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়। কাপ্তাই জাকির হোসেন স্ মিল এলাকা, শিল্পএলাকা, নতুনবাজার, জেটিঘাট, বড়ইছড়ি, চিৎমরম, শীলছড়িসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল লোকজন শীতে কষ্ট পাচ্ছে। এছাড়া এ শীতে শিশু, বৃদ্ধ লোকজনের নিউমোনিয়া, হাঁপানি, সর্দি কাশি বৃদ্ধি পেয়েছে।