parbattanews

কাপ্তাইয়ে পাহাড়ের চূড়ায় অগ্নিকাণ্ডে দু’টি বসতঘর পুড়ে ছাই

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ের চূড়ায় অগ্নিকাণ্ডে দু’টি ঘর পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১১এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই ৪নং ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ভাঙ্গামুড়া নামক পাহাড়ি এলাকায় সোলার বৈদ্যুতিক সংযোগ হতে অগ্নিকাণ্ডের সূত্রপাতের ঘটনা ঘটেছে। যার ফলে গুনমোহন তনচংগ্যা ও সুজন কুমর তনচংগ্যার(শালা-দুলাভাই) দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। কেই বলছে ঘরে মোমবাতি জ্বালিয়ে ঘরের সকলে কাপ্তাই চিৎমরম আসছিল।সেই মোমবাতি হতে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে।

জানানো হয়, ১লা বৈশাখ বিষু উৎসব করার জন্য সকল কেনাকাটা ও প্রস্ততি নিয়ে ঘর সাজানো হয়েছিল। কিন্ত সকল উৎসব আর আনন্দ বেদনায় পরিণত হলো। মুহূর্তের মধ্যে ঘরের আসবাবপত্র,স্বর্ণ অলংকার কাপড়-চোপড় সব পুড়ে ছাই হয়ে যায়।

বর্তমানে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারের ১২ সদস্য খোলা আকাশের নিচে অবস্থান করছে।

৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যা জানান, সোলার বিদ্যুৎ সংযোগ হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ২টি পরিবারের ৬/৭লাখ টাকার ক্ষতিসাধন হয়। এবং ৭/৮মন কৃষিপণ্য শুকনা হলুদ পুড়ে যায়।

Exit mobile version