parbattanews

কাপ্তাইয়ে পাহাড় ধসে মাটি চাপা পড়ে নিহত ২, আহত ২

স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসি উদ্বার কাজ করছে

কাপ্তাইয়ে প্রবল বর্ষণে কর্ণফুলী পেপার মিল এলাকার কলাবাগন নামক মালি কলনিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে সোমবার (৮ জুলাই) বেলা ১২টায় তাহামিনা (২৫) ও শিশু সুর্য মল্লিক (৩) নামে দু’জন নিহত হয়েছে। এছাড়া সুনিল মল্লিক ও গফুর মিয়া মাটি চাপায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে।

জানা যায়, ঐ এলাকায় দুটি পরিবার বসবাস করে আসছে। মাটি চাপা পরার সাথে সাথে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসি তৎক্ষনিক উদ্বার কাজ করে। এছাড়া এ সংবাদ পেয়ে উপজেলা পরিষদ চেয়াম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল ও ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বেবী ঘটনাস্থলেযান। ফায়ার সার্ভিস দ্রুত  উদ্বার তৎপরতা চালায়।

উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল জানান,কেপিএম এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে নিহত ২পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ হতে বিশ হাজার করে চল্লিশ হাজার টাকা প্রদান করেছে।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ সময় তিনি সকলকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য আহবান জানান।

Exit mobile version