parbattanews

কাপ্তাইয়ে পিএসসি ৯৮.৫ এবং জেডেসি ও জেএসসির পাশের হার ৮৩.২২

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলায় পিএসসি, জেএসসি ও জেডিসির ফলাফল ব্যাপক সাফল্য। পিএসসি পাশের হার ৯৮.৫ শতাংশ এবং জেডেসি ও জেএসসির পাশের হার ৮৩.২২শতাংশ। এর মধ্যে কিছু কিছু বিদ্যালয় পাশের হার একদম কম বলেও জানাযায়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম পিএসসির ফলাফল শনিবার প্রাথমিক শিক্ষা অফিসার খুরশীদুল আলমের নিকট হতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় প্রধানদের নিকট ফলাফল সিট প্রদান করে।

শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয় গুলোতে আরো সন্তোষজনক ফলাফল করতে হবে জেন সবাই শতভাগ পাশ করতে পারে। কাপ্তাই উপজেলার সরকারি ও বেসরকারি মোট ৬২টি বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ১২৮৭জনের মধ্যে পাশ করে১২৪৪জন। এর মধ্যে জিপিএ -৫ পেয়েছে ১০৮জন পাশের হার ৯৮.৫%।

মাধ্যমিক শিক্ষা অফিসার নাদের আহমেদ জানান, জেডেসি ও জেএসসির উপজেলায় সরকারি/বেসরকারি বিদ্যালয় মোট ১৭টি মোট পরীক্ষার্থী ১৫৫৬জন উত্তীর্ণ হয়েছে ১২৯৫জন জিপিএ-৫পেয়েছে ১১৪জন পাশের হার শতকরা ৮৩.২২শতাংশ।

Exit mobile version