parbattanews

কাপ্তাইয়ে পুনরায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

রাঙামাটির কাপ্তাইয়ে পুনরায় উপজেলায় দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ জুন) কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি এবং চন্দ্রঘোনা ইউনিয়ন কেপিএম কলাবাগান এলাকায় বিক্রি কার্যক্রম শুরু করা হয়।

সরকার নির্ধারিত ডিলারের মাধ্যমে ট্যাগ অফিসারদের উপস্থিতিতে টিসিবি কার্ডধারী প্রতিজনকে ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা করে ২২০ টাকা), প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকা (২ কেজি ১৩০ টাকা) এবং প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে ৩ টি পণ্য বিক্রয় করা হয়।

৪১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ ও সাফছড়ি, কেপিএম কলাবাগান এলাকায় নির্বাহী অফিসার মুনতাসির জাহান টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন।।

কাপ্তাই প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন (পিআইও) জানান, দ্বিতীয় পর্যায়ে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে ৭ হাজার ৬শ ৫১জনকে পর্যায়ক্রমে আগামী ৩ জুলাই পযন্ত টিসিবির পণ্য দেওয়া হবে।

Exit mobile version