কাপ্তাইয়ে পুলিশ কর্মকর্তাসহ আরো ৭ জন করোনা আক্রান্ত
রাঙামাটির পর্যটন নগরী খ্যাত কাপ্তাই উপজেলায় লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। উপজেলায় নতুন করে পুলিশ কর্মকর্তাসহ ৫জন পুলিশ সদস্য এবং ২জন সরকারি ব্যাংক কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
রোববার (২৮জুন) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. ওমর ফারুক রণি।
ডা. ওমর ফারুক রনি বলেন, শনিবার (২৭ জুন) রাতে চট্রগ্রাম বিআইটিআইডি হতে আসা রিপোর্টে কাপ্তাইয়ে দুই ব্যাংক কর্মকর্তা এবং ৫ পুলিশ সদস্যের করোনা পজেটিভ এসেছে।
আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন কাপ্তাই ফাঁড়ির আইসি, ২জন ঐ ফাঁড়ির কনস্টেবল এবং ২ জন পুলিশ সদস্য কাপ্তাই থানায় কর্মরত আছেন।
করোনায় আক্রান্ত ২ জন ব্যাংক কর্মকর্তা কেপিএম সোনালী ব্যাংকে কর্মরত আছেন বলে যোগ করেন তিনি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের অন্য কোন লক্ষণ না থাকায় তারা ফাঁড়ি এবং তাদের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
চন্দ্রঘোনা কেপিএম সোনালী ব্যাংকের ম্যানেজার সুশীল মারমা জানান, আক্রান্ত ২ ব্যাংক কর্মকর্তার শারীরিক অবস্থা ভালো থাকায় তারা ব্যাংকের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে এই নিয়ে কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হলেন ৫৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ জন।