parbattanews

কাপ্তাইয়ে প্রথমবার নৌবাহিনীতে দুরপাল্লার সাঁতার

বড়াদম হতে কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি পযন্ত সাঁতা প্রতিযোগিতা

কাপ্তাইয়ে প্রথমবারের মতো নৌবাহিনীতে অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ২০১৯।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌবাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির সহযোগিতায় মঙ্গলবার সকালে উৎসবমূখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

সকালে উপজেলার বরাদম এলাকা থেকে শুরু হয় প্রতিযোগিতাটি। সেখানে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ নৌ অপারেশন্স শাখার পরিচালক কমডোর এম মাহমুদুল মালেক।

পরে জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। এসময় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল এডমিরাল আবু আশরাফ।

এদিকে সাঁতার প্রতিযোগিতায় ছেলেরা ১৪’কিলোমিটার ও মেয়েরা ১০’কিলোমিটার করে অংশগ্রহণ করেন। এসময় তাদের সার্বক্ষণীক নিরাপত্তার বেস্টুনিতে ঢেকে রাখতে দেখা যায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের।

Exit mobile version