parbattanews

 কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর দশটি সাফল্য বিষয়ক সভা

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ, সাফল্য, অর্জন ও উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৩ এপ্রিল)  কাপ্তাই কর্ণফুলী পানি বিদুৎ কেন্দ্র  ব্যবস্থাপক প্রকৌশলী শফি উদ্দিন আহমদ এর সভাপতিত্বে বিউবো উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাকদের  নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চটগ্রাম বিউবো প্রধান প্রকৌশলী আবদুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা তথ্য অফিসার মোহাম্মাদ হারুন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, কাপ্তাই থানার ওসি (তদন্ত)নুরুল আলম, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, বিউবো প্রধান শিক্ষক ইমরুল হাসান, সাবেক প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সাংবাদিক কবির হোসেন, নুরু হোসেন মামুন, সিবিএ নেতা তাজুল ইসলাম ও রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি প্রকৌশলী আবদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সকল কার্যক্রম প্রশংসার দাবিদার। দেশের বিদ্যুৎকেন্দ্রসহ সকল ক্ষেত্রেই আজ উন্নয়ন মূলক কাজ অগ্রগতির দিকে এগিয়ে চলেছে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন উত্তরের বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদানসহ সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Exit mobile version