parbattanews

কাপ্তাইয়ে প্রাণিসম্পদ সেবা পালন

কাপ্তাই প্রতিনিধি:

‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮’ পালন করা হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মার্কেটিং অফিসার মোস্তাক আহমদের সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহামিনা আরজু এর সভাপতিত্বে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, নুরনাহার বেগম, কৃষি কর্মকর্তা শামসুল আলম প্রমুখ।

প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, ২০-২৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন। এর মধ্যে রাইখালী ইউনিয়নে ফ্রি সেবা প্রদান ও পরিমল চন্দ্র তালুকাদার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ডিম প্রদানের  কর্মসূচি নেওয়ার কথা জানান।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার বিভিন্ন অফিস কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version