কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন ডিসি
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান কাপ্তাইয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন।
রবিবার (৩১ ডিসেম্বর) বেলা আড়াইটায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতি ফিতে কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রশাসক, স্মৃতি জাদুঘর, বঙ্গবন্ধু কর্নার এবং মুক্তিযুদ্ধ কর্নার ঘুরে দেখেন এবং মুক্তিযোদ্ধদের সাথে মতবিনিময় করে।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর জেলা কমান্ডার ইকবাল হোসেন চৌধুরি, চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল হক, কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সমাজের গন্যমান্যব্যক্তিবর্গ।