parbattanews

কাপ্তাইয়ে বন মামলা করায় প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ

রাঙামাটি কর্ণফুলী রেঞ্জ খালের মুখ বিট কর্মকর্তা মামলা করায় প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে। পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী রেঞ্জের মুখ বিট কর্মকর্তা ফরেস্টার ফরিদ উদ্দিন তালুকদার কাপ্তাই থানায় লিখিত অভিযোগ করেন।

তিনি অভিযোগে জানান, মো.ফয়সাল, রুবেল গংরা মুখ বিটে সরকারি বনে অনুপ্রবেশ করে গাছ কর্তন ও চুরি করায় সম্প্রতি তাদের বিরুদ্ধে একটি বন মামলা করা হয়।

বিট কর্মকর্তা গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাছ ক্রয় করার জন্য স্থানীয় নতুনবাজার গেলে উপরোক্ত অভিযোগকারীরা তাকে মারার জন্য ঘিরে ধরে। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে দিয়ে তেড়ে আসে। তিনি ভয়ে চিৎকার করলে তার লোকজন তাকে রক্ষা করে বলে অভিযোগ করেন।

বিট কর্মকর্তা ফরিদ উদ্দিন তালুকদার জানান, তিনি উক্ত বিটের দায়িত্ন নেওয়ার পর সকল ধরনের গাছচোড় বন্ধ ও বন মামলা করায় চোরেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাকে হুমকি ও ভয়-ভীতি দেওয়ার অভিযোগে গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়রি করেন।

Exit mobile version