parbattanews

কাপ্তাইয়ে বাল্যবিবাহ ও কৈশোর কালীন গর্ভধারণ নিরুৎসাহিত বিষয়ক কর্মশালা

রাঙামাটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে “বাল্য বিবাহ ও কৈশোর কালীন গর্ভধারণ নিরুৎসাহিত করণ” বিষয়ক কর্মশালা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে সকাল ১০টা কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরীদের শাররীক পরিবর্তন, বাল্য বিবাহ, জেন্ডার ধারণা, প্রতিরোধ, বয়ঃসন্ধিকালে অভিভাবকের করণীয় ও গর্ভধারণ নিরুৎসাহিত করণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। বক্তব্য রাখেন ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা।

কর্মশালায় শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, কাজী, এনজিও’র নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য পরিসংখ্যাবিদ সাথোয়াই মারমা।

Exit mobile version