parbattanews

কাপ্তাইয়ে বিজিবির আইনশৃঙ্খলা সন্ত্রাস চাঁদাবাজী মাদকপাচার প্রতিরোধ বিষয়ক সভা

bgb-copy

কাপ্তাই প্রতিনিধি:

আইনশৃঙ্খলা, সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক পাচার প্রতিরোধে কাপ্তাই ১৯ বিজিবি ব্যাটালিয়ন এর উদ্যোগে  কাপ্তাই বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আশরাকুর রাহাত ছিদ্দিক এর সঞ্চালনায়   মঙ্গলবার সকাল ১১টায় এলাকার প্রশাসনিক ও সামাজিক লোকদের নিয়ে বিজিবি সৈনিক মেসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গামাটি বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম। তিনি বলেন, এলাকায় মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে মাদক বিরোধী কমিটি গঠনের কোন বিকল্প নেই। সন্ত্রাস, চাঁদাবাজী, জঙ্গীবাদ নির্মূল করতে হলে সমাজের সর্বস্তরের লোকদের এগিয়ে আসতে হবে। সকল আপরাধীদের তথ্য আমাদের খবর  দিলে আমরা তা সকলকে নিয়ে নির্মূল করার জন্য এগিয়ে আসব। তিনি আরও বলেন, অতি কষ্টে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের ইমানী দায়িত্ব।

এলাকার আইনশৃঙ্খলা, সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক পাচার প্রতিরোধে করণিয় বিষয় নিয়ে মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, ইউপি চেয়ারম্যান প্রকৌঃ আব্দুল লতিফ, চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, বিপ্লব মারমা, ইউপি সদস্য এনামুল হক, বিএসপিআই পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি শিক্ষক মাহাবুব আলম, সাংবাদিক কবির হোসেন, কাজী মোশাররফ হোসেন, ঝুলন দত্ত।

এছাড়াও খ্রীস্টিয়ান হাসপাতাল উপ-পরিচালক ডাঃ প্রবীন খ্রীয়াং, কাপ্তাই থানা ওসি রঞ্জন সামান্ত, কেপিএম প্রশাসনিক প্রতিনিধি রফিকুল আলম সাইফুল, কর্ণফুলী কলেজ অধ্যক্ষ এইচএম বেলাল চৌধুরী, ২০আনসার অধিনায় মোঃ ফরিদ, মহিলা ভাইস-চেয়ারম্যান নুরনাহার বেগম, সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যাসহ সামাজিক, প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Exit mobile version