parbattanews

কাপ্তাইয়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা

মোবাইল আসক্তি প্রযুক্তির অপব্যবহার বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক

“মোবাইল আসক্তি প্রযুক্তির অপব্যবহার” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার এবং কুইজ প্রতিযোগিতা কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। এ সময় কি-নোট পেপার উপস্থাপন করেন, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়াম্যান মোঃ নাছির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, মোঃ নুরুল আলম (ওসি তদন্ত)সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

উক্ত বিজ্ঞান ও কুউজ প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিউবো উচচ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের বলেন, বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারের যেমন নানা সুবিধা রয়েছে তেমন অপব্যহার করলে অসুবিধা রয়েছে। তাই প্রযুক্তির শিক্ষা বিষয়গুলো আমাদের গ্রহণ করে নিয়ে তা ব্যবহার করতে হবে।

Exit mobile version