কাপ্তাইয়ে বিনা প্রয়োজনে ঘরের বাহির না হওয়ার আহ্বান ইউএনও‘র 

fec-image

মহামারি করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের বিরামহীন প্রচেষ্টায় যৌথ বাহিনী নিয়ে ঘরে ঘরে চলছে সচেতনতা।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা হতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল উপজেলার প্রতিটি ঘরের দরজা, বাজার এবং অলি-গলিতে গিয়ে হ্যান্ড মাকিং করে সকলকে সাবধান করে দিচ্ছেন।

সচেতনতায় তিনি বলেন, আপনারা কেউ ঘরের বাহিরে বের হবেন না। অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাহির হলে ক্ষতি আপনার এবং আপনার পরিবারের। নিজ থেকে বিপদ এবং মহামারি করোনাভাইরাস ডেকে আনবেন না।

আপনাদেকে সরকারের পক্ষ হতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদান করা হচ্ছে। প্রয়োজনে আরো দেওয়া হবে। অনুরোধ ঘরের বাহিরে বের হবেন না। আর বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে আপনাদের বিরুদ্বে আইনী ব্যবস্থা নিতে আমাদের বাধ্য করবে না।

তিনি বলেন, আমরা দেশ তথা দশের সকলের ভালোর জন্য সাবধানতা করছি। কিন্তু কেউ মানছে আবার কেউ মানছেন না। তিনি এ ব্যাপারে সকলকে মাস্ক ব্যবহার ও আইন মেনে চলার জন্য আহ্বান জানান।

ইতোমধ্যে আইন অমান্য করায় ক্রেতা বিক্রেতাদের অর্থদণ্ডও করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউএনও, করোনাভাইরাস, কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন