parbattanews

কাপ্তাইয়ে বিপুল পরিমাণ কাঠসহ ১০টি চাঁদের গাড়ি আটক

কাপ্তাই উপজেলার রাইখালীর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা থেকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণে কাঠসহ ১০টি চাঁন্দের গাড়ি ও কাঠ পাচার সন্দেহে ১০ জনকে আটক করে ওয়াগ্গা বিজিবির ৪১ ব্যাটালিয়ন এর সদস্যরা।

এ ব্যাপারে কোদালা বন বিটের ফরেস্টার মো. হাসিফ বলেন, কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া ৪১’বিজিবির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ২টি টহল দল অভিযান চালিয়ে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা থেকে বৃহস্পতিবার মধ্যরাতে ১০টি কাঠভর্তি চাঁদের গাড়ি আটক করে। এই ব্যাপারে ১০’জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়। আটককৃতদের রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত প্রতিটি গাড়ি থেকে ১২০মণ করে সর্বমোট ১২০০’মণ জ্বালানি কাঠ উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় দেড় লাক্ষাধিক টাকা।

বিজিবি সুত্রে জানা যায়, ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাতে চন্দ্রঘোনা ফেরীঘাট থেকে অবৈধভাবে পাচারের সময় কাঠগুলো আটক করা হয়। কাপ্তাই থেকে অবৈধভাবে কাঠ পাচারের বিরুদ্ধে বিজিবির অভিযান আরো জোরদার করা হবে বলেও জানানো হয়।

Exit mobile version