parbattanews

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও জাতীয় দিবস পালন

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা এবং মহান স্বাধীনতা দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল সভাপতিত্বে  শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মুক্তিযোদ্ধা ও  শহীদ পরিবারের সন্তানদের ফুল দিয়ে বরণ, প্রাইজবন্ড ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, নাছির উদ্দিন, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর, চন্দ্রঘোনা থানার ওসি আশ্রাফ আহমেদ, কর্ণফুলী কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী আফরোজা আক্তার রেখাসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ।

এর আগে সকাল ৭টায় তোপধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।

এছাড়াও কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দিবসটি উপলক্ষে ফিল্ড সুপার ভাইজার এম মাঈনুল আলম মুবিনের  সভাপতিত্বে আলোচনা সভা, র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Exit mobile version