কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের মৃত্যু

fec-image

রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে জাকির হোসেন স মিল এলাকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী সিরাজুল হক প্রকাশ হক সাহেব (৭৫) সোমবার (২৯মার্চ) বিকাল সাড়ে ৫টায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি….. রাজেউন)।

রোববার (২৮মার্চ) কাপ্তাই ইউনিয়নের থেকে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মরহুম সিরাজুল হককে মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেয়া হয়।

কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, আমি নিজে মুক্তিযোদ্ধা সংবর্ধনা রোববার তার হাতে তুলে দিয়েছি। এভাবে চলে যাবে তা কখনো ভাবিনি।

মরহুমের প্রথম নামাজের জানাজা কাপ্তাই নতুন বাজার সংলগ্ন মাঠে রাত ৯টায় অনুষ্ঠিত হয়। এসময় কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ব্যবসায়ী, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

প্রথম নামাজের জানাজা শেষে মরহুম সিরাজুল হককে তার নিজ জেলা ফেনীর, পশ্চিম গোপাল, বজল মৌলবি বাড়ী,মহারাজগঞ্জে মঙ্গলবার (৩০ মার্চ২১ইং) সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ আত্বীয়-স্বাজন রেখে যান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন