কাপ্তাইয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কাপ্তাই উপজেলা পরিষদের শিশু পার্ক মাঠে শুরু হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুক হক।
ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. ইসমাইল এর সঞ্চালনায় এইসময়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজাদ।
এইসময় কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুলসহ ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্হিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আব্দুল হাই খোকন। টুর্নামেন্টে মোট ১৫টি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়।
১ম খেলায় কাপ্তাই প্রগতি সংসদ ২-০ সেটে শিলছড়ি ঈগল স্পোর্টিং ক্লাবকে এবং ২য় খেলায় কাপ্তাই অবকাশ ক্লাব ২-০ সেটে চন্দ্রঘোনা বিএম ক্লাবকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু।