parbattanews

কাপ্তাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন করলেন ইউএনও মুনতাসির জাহান

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলার ৫ টি ইউনিয়নের ১২০ টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫৯ মাস বয়সী ৭ হাজার ৭ শত ৭৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এছাড়া কাপ্তাই স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলি আর্মি ক্যাম্প এবং শহীদ মোয়াজ্জেম ঘাঁটিতে আগামী সোমবার(৫ অক্টোবর) এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিকে রবিবার (৪ অক্টোবর) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এইসময় স্বাস্থ্য বিভাগের এমওডিসি ডাঃ মিনহাজুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ইসমাইল, উপজেলা স্যানেটারি পরিদর্শক মোঃ ইলিয়াছ, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

Exit mobile version