কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ অভিযানে মামলা ও জরিমানা


রাঙামাটির কাপ্তাইয়ে সড়ক পরিবহণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ১৬টি মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মোটর সাইকেলের ফিটনেস, হেলমেট, লাইসেন্স বিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চলাচলের অপরাধে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এ অভিযান পরিচালনা করেন। এতে ১৬টি মামলায় ১০ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় উপজেলা কানুনগো সিরাজদ্দৌলা, কাপ্তাই থানার উপপরিদর্শক মো. ইখতিয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
ঘটনাপ্রবাহ: অভিযানে, কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ, জরিমানা
Facebook Comment