কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়
রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ৯টি মামলায় ৫ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কাপ্তাই সড়কের রেশম বাগান চেকপোস্টে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ফিটনেস বিহীন, লাইন্সেস বিহীন, হেলমেট বিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সড়কে গাড়ি চালানোর অপরাধে ৯টি মামলা ও জরিমানা করা হয়।
এসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
ঘটনাপ্রবাহ: অভিযান, কাপ্তাই, জরিমানা আদায়
Facebook Comment