কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

fec-image

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মামলায় ১৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০.৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাপ্তাই নতুনবাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি, হেলমেট ব্যবহার না করে সড়কে গাড়ি চলাচল অপরাধে সড়ক পরিবহন আইনে- ৪টি মামলায় ১৪শ টাকা, দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলায় ১০ হাজার ৫শ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রি করায় ২০১১ এর পশু জবাই ও মাংসের নিয়ন্ত্রণ আইনে ১টি মামলায় ৫ হাজার টাকা সহ সর্বমোট ১৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।

কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার মো. সিরাজুল ইসলাম এবং কাপ্তাই প্রজেক্ট ফাঁড়ির ইনচার্জ পীযুষ কান্তি দাশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। ইউএনও জানান, অভিযান পরিচালোনা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আদালত, কাপ্তাই, জরিমানা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন