parbattanews

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ও জরিমানা

রাঙ্গামাটি কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাজার ৪শ টাকা জরিমানা আদায় এবং ৫টি মামলা দায়ের করেছেন ইউএনও মুনতাসির জাহান। মঙ্গলবার (২৯ জুন) সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত চন্দ্রঘোনা ইউনিয়নের এর মিশন হাসপাতাল এলাকা এবং কেপিএম এর কলা বাগান এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, স্বাস্থ্য সনদ বিহীন দোকান পরিচালনা এবং ফ্রিজে বাসি খাবার রাখার অপরাধে মিশন ঘাট এলাকার গাংচিল রেস্টুরেন্ট মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫২ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এইছাড়া মাস্কবিহীন চলাচলের অপরাধে ৪ জন পথচারীকে ১শ টাকা করে ৪শ টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়।

এ সময় সচেতনতায় ইউএনও মাইকিং এর মাধ্যমে জনগণকে আবারোও সচেতন করেন।

Exit mobile version