parbattanews

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা

নিষিদ্ধ পণ্য ও মেয়াউর্ত্তীণ পণ্য ধ্বংস করা হচ্ছে

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল বুধবার (২৯ মে) কেপিএম বাজার এলাকায় ভ্রাম্যমান অভিযান চালিয়ে মেয়াউত্তীর্ণ, তালিকা বিহীন ও নিষিদ্ধ পণ্য বিক্রয়ের অপরাধে হক বেকারী থেকে ৪ হাজার টাকা, নিউ দাদু বেকারী থেকে ৪ হাজার, মন্নান স্টোর থেকে ২ হাজার টাকা ও বশর স্টোর থেকে ২ হাজার টাকা, সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা করেছে।

এসময় কাপ্তাই উপজেলা খাদ্য পরির্দক মো. ইলিয়াছ ও কাপ্তাই থানার আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার বলেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য কোন রং মিশানে বা সরকার কর্তৃক নিষিদ্ধ পণ্য বিক্রয় করা হয় তাহলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। পরে মেয়াউত্তীর্ণ পণ্য আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়।

Exit mobile version