parbattanews

কাপ্তাইয়ে মাদরাসা ছাত্রীকে ইভটিজিং, বখাটের ১০মাস ১০দিন জেল

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই জেটিঘাট এলাকার এক মাদরাসা ছাত্রীকে তিন মাস যাবত মাদরাসায় যাওয়ার পথে উত্যক্ত করার অভিযোগে মো. মুছা (২১) নামের এক বখাটেকে আটক করা হয়।

মঙ্গলবার (১০ জুলাই) এলাকার লোকজনের সহায়তায় ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ তাকে অাটক করে পুলিশে দেন। অাটককৃত মুছা শিলছড়ি এলাকায় বসবাসরত ইউসুফের ছেলে।

পরে পুলিশ বখাটে মুছাকে অাটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হাজির করলে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল অামিন ভ্রাম্যমাণ অাদালতের মাধ্যমে উত্যক্তকারীকে দশমাস দশদিন সাজা দিয়ে জেলে পাঠান।

কাপ্তাই থানার এসঅাই নজরুল ইসলাম বলেন, মাদরাসা ছাত্রীকে চিঠি ও ব্রেসলেট দেয়ার সময় হাতেনাতে অাটক করা হয়। পরে সাজাপ্রাপ্ত আসামিকে রাঙামাটি জেলহাজতে চালান করা হয়।

অাটককৃতের বিরুদ্ধে এলাকায় অারও অনেক অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

Exit mobile version