কাপ্তাইয়ে মৌজার হেডম্যানদের খেলা সামগ্রী বিতরণ

রাঙামাটির কাপ্তাই ৪১ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক ৬টি মৌজার হেডম্যানকে খেলার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (৫ মার্চ) দুপুর ২টায় বিজিবির ঝুম রেস্তোরায় বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ এএসসি কাপ্তাইয়ের ৬টি মৌজার হেডম্যানদের নিকট জার্সি ও ফুটবলসহ খেলার সামগ্রী বিতরণ করেছেন।
এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক, নির্বাহী অফিসার রুমন দে, বিজিবি এডি শাহ আলম, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, হেডম্যান থোয়াইঅং মারমা অরুন চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুলসহ(অতিরিক্ত) কার্বারীগন উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, খেলা, বিতরণ
Facebook Comment