কাপ্তাইয়ে যুবলীগ সহসভাপতিকে গুলি করে হত্যা

নিহত যুবলীগ নেতা ৩নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই এলাকার জিংহ্লা মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে একদল মুখোশপরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী উসুইপ্রু এর বাড়িতে প্রবেশ করে ঘর থেকে ডেকে এনে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এরপর ঘটনা চারদিক জানাজানি হলে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জানা যায়, চেসে এলাকার একজন নিরীহ, অসহায় লোক। এবার প্রধানমন্ত্রীর পক্ষে থেকে একটি ঘর তার নামে বরাদ্দ করা হয়েছে । ঘর বরাদ্দ হলেও আর সেই ঘরে তাকে প্রবেশ করার সৌভাগ্য হল না। তার পূর্বেই একদল সন্ত্রাসীরা ঘুম থেকে ডেকে এনে হত্যা করে চলে যায়।
ঘটনাস্থলে রাখতে সেনাবাহিনী,বিজিবি, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ যায়। লাশ চন্দ্রঘোনা থানা পুলিশ উদ্ধার করছে।
চিৎমরম ইউপি চেয়ারম্যান চিৎথোয়াই মারমা ঘটনা সত্যতা স্বীকার করেন, তবে কে ঘটনা ঘটিয়েছে তিনি তা বলতে পারেনি।
এছাড়া কাপ্তাই চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশ্রাফ উদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে তিনি বলেন, রাতে লাশ উদ্বার করা হয়েছে। তবে তদন্ত করে দেখি কে বার করা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। বর্তমানে তদন্তের পূর্বে কিছু বলা যাবেনা।