parbattanews

কাপ্তাইয়ে লেকের পানিতে ঝাঁপিয়ে পড়ে চাকমা শিশুর জীবন বাঁচালেন সেনাসদস্য রজব

নিজস্ব প্রতিনিধি::

ঘটনাটা অনেকটা সিনেমার কাহিনীকেও হার মানায়। রাঙামাটির কাপ্তাই লেকের লেকভিউ আইল্যান্ডের ঘটনা। সেখানকার জেটি ঘাট এলাকায় একটি নৌকায় অবস্থান করছিলেন সেনা সদস্য রজব।

শনিবার বিকেলে রাঙামাটি ১০ ইস্ট বেঙ্গলে কর্মরত সৈনিক রজব বেসামরিক একজন মেকানিক দিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি মেরামতের কাজ করাচ্ছিলেন।  ঘড়ির কাটায় তখন বিকেল চারটা বাজে।

এসময় হঠাৎ ৬ বছর বয়সী এক চাকমা শিশুর আর্তচিৎকার কানে ভেসে আসে সৈনিক রজবের। লক্ষ্য করে দেখেন লেকের পানিতে পড়ে গিয়ে একটি শিশু ডুবে যাচ্ছে। আর প্রাণে বাঁচার জন্য আকুতি করছে সে। এমতাবস্থায় দেরি না করে তৎক্ষণাৎ নৌকা হাঁকিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েন সেনাসদস্য রজব। প্রায় পানির ২০ ফুট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করে উপরে তুলে আনেন তিনি।

রজবের তাৎক্ষণিক পদক্ষেপ ও দুঃসাহসিক ভূমিকায় প্রাণে বেঁচে যায় শিশুটি। ঘটনার সময় ঘাট এলাকায় অবস্থান করা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত এই সেনা সদস্যের দুঃসাহসিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

এ খবর ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন সেনা সদস্য রজব। অনেকে তাকে রিয়েল হিরো, আবার কেউবা তাকে বাংলাদেশ সেনাবাহিনীর অহংকার বলে আখ্যা দিয়েছেন।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version