parbattanews

কাপ্তাইয়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আওতায় কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ মাঠে উৎসবমূখর পরিবেশে রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় ৪৯’তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

টানটান উত্তেজনায় অনুষ্ঠিত ক্রিকেটের ফাইনাল খেলায় বড়ইছড়ি নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়কে ১১রানে পরাজিত করে বিজয় লাভ করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ।

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, কর্ণফুলী কলেজের উপাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া প্রমূখ।

এ সময় কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, অর্থ সম্পাদক নূর হোসেন মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি পড়ালেখায়ও মনোনিবেশ করতে হবে।

Exit mobile version