parbattanews

কাপ্তাইয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক সভা

 

ইসলামিক মিশন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বড়ইছড়ি ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে ধর্মীয় ইমাম ও গণশিক্ষার শিক্ষকদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩জুন১৯)কাপ্তাই ইসলামিক ফাইন্ডেশন এফএসএম মঈনুল আলম মুবিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক খাজা আহমদ নিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক মিশন প্রোগ্রাম অফিসার শাব্বির আহমদ ও কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল আলমসহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানুষ হত্যা করা ইসলামে মহা পাপ উল্লেখ করা হয়েছে। মানুষ হত্যা করে বেহেস্তে যাওয়া পৃথিবীর কোন পাঠ্যপ্রস্তকে উল্লেখ নেই। হত্যা ,সন্ত্রাস জঙ্গীবাদ হতে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। এবং সমাজকে এ ব্যাপারে সচেতন থাকার জন্য ইমাম ও শিক্ষকদের আহ্বান জানান।

Exit mobile version