কাপ্তাইয়ে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

fec-image

রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানা পুলিশের অভিযানে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি শরৎ তঞ্চঙ্গ্যাকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। রবিবার ( ২৫ এপ্রিল) ভোর সাড়ে ছয়টায় কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন এর সাপছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে আটক করা হয়।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন জানান, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার  এর দিক নির্দেশনায় তার নেতৃত্বে এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার, ফোর্সসহ স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি শরৎ তঞ্চঙ্গ্যাকে গোপন সংবাদের ভিত্তিত্বে আটক হয়।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল (সোমবার) কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর দুর্গম মাইন পাড়া এলাকার উপজাতীয় স্কুল ছাত্রী প্রাইভেট পড়ে আসার সময় ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে পাশ্ববর্তী এলাকার বাসিন্দা শরৎ তঞ্চঙ্গ্যা। পরে মেয়েটির আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্ত শরৎ তনচংগ্যা পালিয়ে যায়। এরপর গত ১৩ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করে।

এদিকে গ্রেফতার হওয়া আসামি শরৎ তঞ্চঙ্গ্যাকে রোববার (২৫এপ্রিল) সকাল ১০টায় রাঙ্গামাটি আদালতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, আসামি, কাপ্তাইয়ে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন