parbattanews

কাপ্তাইয়ে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর করোনা সচেতনতামূলক সড়ক প্রচারণা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর উদ্যোগে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার, জেটিঘাট, বড়ইছড়ি বাজার, বারঘোনিয়া গেইট এবং রাইখালী বাজারে করোনা নিয়ে সচেতনতামূলক সড়ক প্রচারণা করা হয়েছে।

সোমবার (১৪ জুন) সকাল ১০টা হতে এই প্রচারণা চালানো হয়। এইসময় করোনা সংক্রমন রোধে মাস্ক পরিধান, কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত পরিস্কার করা, ভীড় এড়িয়ে চলা, ন্যূনতম ৩ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা আক্রান্ত রোগীদের কোয়ারান্টাইন সহ স্বাস্থ্যবিধী মেনে চলার জন্য প্রচার প্রচারণা চালানো হয়। এছাড়া নাটক, গণ উদ্বুদ্ধকরণ সংগীত এবং লিফলেট বিতরণ এন মাধ্যমে জনগণকে সচেতন করা হয়।

এর আগে সকাল ১০টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দিনব্যাপী এই প্রোগামের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি। এইসময় কাপ্তাই স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ইসমাইল হোসেন, ডা. কামরুল হাসান, প্রজেক্টের মনিটরিং সুপারভাইজার রিপন আহমেদ, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্হিত ছিলেন।

Exit mobile version