parbattanews

কাপ্তাইয়ে ১৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ১৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১৯০ কেজি রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসময় উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় কাপ্তাই উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়।

এসময় বিতরণ ও অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, খাদ্য গুদাম কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, ২০২২-২৩ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় কাপ্তাই উপজেলায় রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করণের জন্য ৭৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নীতিমালার আলোকে কাপ্তাই উপজেলায় ১৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়কে মাছের পোনা অবমুক্ত করণের জন্য নির্বাচিত করা হয়।

Exit mobile version