parbattanews

কাপ্তাইয়ে ১৬ বছর পর ডংনালা স্কুল পরিদর্শনে ইউএনও

কাপ্তাই প্রতিনিধি:

দীর্ঘ ১৬ বছর পর কোন ইউএনও পরিদর্শন করলেন কাপ্তাই উপজেলার দূর্গম পাহাড়ী এলাকার ডংনালা উচ্চ বিদ্যালয়টি। সেইসঙ্গে হতবাক করলেন স্কুল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলকে।

ইউএনও আসে ইউএনও যায়, কিন্ত নিয়ম মাফিক বিদ্যালয় পরিদর্শনের বা দেখভালের নিয়ম থাকলেও দুরত্ব বেশি বা দূর্গম মনে করে ২০০২ সালের ৪ আগষ্টের পর কোন ঊর্ধ্বতন অফিসার বা নির্বাহী অফিসারের পা পড়েনি উপজেলা থেকে ১২ কি.মি. দূরে অবস্থিত বিদ্যালয়টিতে।

দু’মাস আগে যোগদানের পর দীর্ঘ ১৬ বছর পর সেই আসাধ্যটি সাধন করলেন কাপ্তাইয়ে নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। শনিবার (২১ জুলাই) ডংনালা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। শিক্ষার্থীদের পাশে বেঞ্চে বসে তাদের খোঁজ খবর নেন এবং বিদ্যালয়ের কক্ষগুলো পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের নিয়ে নিজ হাতে ঝাড়ু দেন।

এছাড়াও প্রশাসনের পক্ষ হতে বিদ্যালয়ে ১০ জোড়া নতুন বেঞ্চ এবং শিক্ষকদের হাতে কাপ-পিরিচ, হাফ-প্লেট, খাবার প্লেট তুলে দেন নবাগত ইউএনও।

এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ নাদির আহমেদ, বিদ্যালয়ের প্রধানসহ সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার বলেন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। উপজেলার মধ্যে প্রতিষ্ঠিত সব কিছুরই খোঁজ-খবর নেয়া আমার দায়িত্ববোধ মনে করি।

Exit mobile version