ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কাপ্তাইয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
কাপ্তাইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) বিকাল সাড়ে ৩টায় আপস্ট্রিম জেটিঘাট আলাউদ্দিন রশিদিয়া স্টোরে এ অভিযান পরিচালোনা করা হয়।
অভিযান পরিচালোনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।
এসময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অবৈধভাবে কারেন্ট জাল রাখার দায়ে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জনসম্মুখে ১২টি অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালীন কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সুপার মো. সিরাজুল ইসলাম, কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, কারেন্ট জাল
Facebook Comment