কাপ্তাইয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

কাপ্তাই থেকে ঢাকা পরিবহণ যোগে পালাতে গিয়ে ১৫ মামলার ৭বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।
দীর্ঘ দিন যাবৎ পলাতক থাকার পর কাপ্তাই আফসারের টিলার মো, শাহাদাৎ হোসেনের ছেলে মো. সোহেল (২৬)কে আটক করা হয়।
শনিবার (৩০ জানুয়ারি ) রাত সাড়ে আটটায় কাপ্তাই হতে ঢাকা শ্যামলী পরিবহণ যোগে পালাতে গিয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পীযূষ কান্তি দাশের গোপন তথ্যমতে নাইট কোচ থামিয়ে বড়ইছড়ি এলাকায় আটক করা হয়।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, ওই আসামির বিরুদ্ধে ৩টি সিআর, ২টি জিআর ও ১০টি নরমাল জিআর বনমালা রয়েছে। কয়েকটিতে ৭বছর সাজা রয়েছে। রোববার (৩১জানুয়ারি) সকালে রাঙ্গামাটি আদালতে আসামিকে সোর্পদ করা হবে বলেও জানান।
ঘটনাপ্রবাহ: আটক, আসামি, কাপ্তাইয়ে
Facebook Comment