parbattanews

কাপ্তাই আবৃত্তি একাডেমীর আবৃত্তি সন্ধ্যা ‘অন্তর মম বিকশিত কর’ অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি:

বাচিক সংগঠন কাপ্তাই আবৃত্তি একাডেমীর আয়োজনে শুক্রবার রাতে উপজেলা মিলনায়তনে কাপ্তাই আবৃত্তি একাডেমীর সভাপতি ঝুলন দত্তের সভাপতিত্বে ‘অন্তুর মম বিকশিত করো’ অনুষ্ঠানে কাপ্তাই আবৃত্তি একাডেমীর প্রতিষ্ঠাতা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সিনিয়ার উপস্থাপক শামীম আহমেদকে বাচিক শিল্পে অবদান রাখার জন্য সম্মননা প্রদান করা হয়।

এর পূর্বে আবৃত্তি সন্ধ্যা উদ্বোধন করেন আবৃত্তি জোট চট্রগ্রামের যুগ্ম সম্পাদক এবং মুক্ত ধ্বনি আবৃত্তি সংসদ এর সভাপতি মুহাম্মাদ মছরুও হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেপিএমএর মহাব্যবস্থাপক  (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন খান।  কবি ও লেখক অধ্যাপক নিশাত হাসিনা শিরিনসহ কাপ্তাইয়ের আবৃত্তি একাডেমীর সকল সদস্য ও শিল্পীএ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য নুর মোহাম্মাদ বাবু।

Exit mobile version