parbattanews

কাপ্তাই উপজেলার ৪ হাজার শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু 

রাঙামাটি কাপ্তাই উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪হাজার ১৪৩জন শিক্ষার্থী টিকা গ্রহণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৯টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত প্রথম দিন ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ১২ থেকে ১৭ বছর বয়সী ১ হাজার ৪শ’জন শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ফাইজার টিকা গ্রহণ করছে।

টিকা কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মাসুদ আহমেদ চৌধুরীসহ সকল ডাক্তার, অফিস কর্মকর্তা, নার্স, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ জানান, সরকার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা কার্যক্রমকে স্বাভাবিক রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু করেছ। তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলার ৩দিন ব্যাপী ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ১৪৩জন শিক্ষার্থী এ টিকা গ্রহণ করবে। আগামী ৮ জানুয়ারি পযন্ত এ টিকার কার্যক্রম চলবে।

Exit mobile version