কাপ্তাই উপজেলায় বই উৎসব
রাঙামাটির কাপ্তাই উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকাল হতে বিকাল পর্যন্ত সরকার কর্তৃক বিনামূল্যে দেওয়া বই প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে বই উৎবের মাধ্যমে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
শিক্ষক রাজেশ ভট্টাচার্যর সঞ্চালনায় বই উৎসবে সভাপতিত্ব করে মহাপরিচালক চট্রগ্রাম একাডেমী ও সভাপতি বিদ্যালয় পরিচালোনা পরিষদ আমিনুর রশীদ কাদেরী।
স্বাগত বক্তব্য রাখেন কাদেরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান, দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, আবু তাহের মাসুদ, মো. ইস্রাফিল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও বিদ্যালয় পরিচালো কমিটির সদস্য অমলদেসহ প্রমুখ।