কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতিকে প্রাণনাশের হুমকি : থানায় জিডি


রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ নুর উদ্দিন সুমনকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কাপ্তাই থানায় এ নিয়ে সাধারণ ডায়েরী করেছেন তিনি।
কাপ্তাই থানায় অভিযোগ সুত্রে জানা যায়, কাপ্তাই নুতন বাজার এলাকায় মাদকমুক্ত করার জন্য প্রশাসন তথা জনসচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি সম্প্রতি সময় ধরে কাজ করে আসছে। এ কাজ করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের নিকট একাধিকবার হেনস্তার শিকার হয়েছে বলে উল্লেখ করেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা ১২মিনিটে ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমনের ব্যবহৃত মোবাইল ফোনে ০১৮১**** এক মাদক ব্যবসায়ী প্রাণনাশের হুমকি দেয় বলে উল্লেখ করেন। বিষয়টি তিনি এবং তার পরিবারের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে কাপ্তাই থানায় সাধারণ ডায়েরী করেন। কাপ্তাই থানার জিডিনং-৭৭৭ তারিখ ২১/১১/২০ইং।