কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন


নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। রবিবার (৭ মার্চ) এ দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া, কবিতা, দেশের গান, চিত্রাঙ্কন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক ছাত্রছাত্রীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার তাহমিনা আরজু, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস।