কাপ্তাই উপজেলা বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবাষির্কীতে দোয়া মাহফিল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কাপ্তাই শিলছড়ী অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ফাতেয়া পাঠ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা করা হয়।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফর আহমদ স্বপন, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দর আলী রাসেলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা সভাপতি লোকমান আহমেদ ও নেতারা আগামীতে বিএনপিকে আরও শক্তিশালি করে সকল নেতা-কর্মী একযোগে কাজ করার আহবান জানান। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।