parbattanews

কাপ্তাই ওয়াগ্গা ইউপিতে অস্ত্রবিহীন গ্রামভিত্তিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

answer-tening-copy

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়নে দশ দিনব্যাপী এলাকার শিক্ষিত বেকর যুবক, যুবতিদের গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠানে সোমবার সনদ বিতরণ প্রদান করা হয়। ওই প্রশিক্ষণটি কাপ্তাই উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয়। সমাপনী ও সদন বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আবু কাউছার।

প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আনসার ভিডিপি কমান্ডার  মো. আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম, সার্কেল এডজুডেন্ট মিজানুর  রহমান,ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত  তনচগ্যা, সাংবাদিক কবির হোসেন, কাজী মোশাররফ হোসেন।

প্রশিক্ষানার্থীদের মধ্যে বক্তব্য রাখেন খায়রুল ইসলাম, মেতোলা মারমা এবং প্রশিক্ষক সুখু বড়ুয়া ও রানা ভট্রাচার্য। প্রশিক্ষণে এলাকার ৬৪জন যুবক, যুবতী অংশ গ্রহণ করে।

Exit mobile version