কাপ্তাইয়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

পার্বত্য অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলা হর্টিকালচার সেন্টার এর উদ্যোগে ৪৪ জন কৃষাণ কৃষাণীদের মাঝে বিনামূল্যে কাজু বাদাম ও কফি চারা বিতরণ করা হয়। এছাড়া প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে রাসায়নিক সার, কীটনাশক, ছত্রানাশক, ফুটপাম্প, ন্যাপসেক স্প্রেয়ার, বাডিং নাইফ এবং সিকেচার ইত্যাদি কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার( ১১ জুলাই), কাপ্তাই উপজেলা হর্টিকালচার সেন্টার চত্বরে কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা পরিষদ এর কৃষি বিষয়ক কমিটির আহবায়ক অংসুইছাইন চৌধুরী।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটির এর উপ পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক, কাপ্তাই হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ (অতিরিক্ত দায়িত্ব) নাসিম হায়দার, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার সামসুল আলম চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মধুসূদন দে সহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি অফিসার, উপ সহকারী উদ্যানতত্ত্ববিদ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।