কাপ্তাই চিৎমরমের কেয়াং ঘাট থেকে ভাসমান লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি,রাঙামাটি
নিখোজেঁর দুইদিন পর কাপ্তাই লেকে ভাসমান অবস্থায় একজন বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করেছে পুুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় উদ্ধারকৃত লাশের নাম পলাশ বড়–য়া (৪৫)। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলায় বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন আগে এক সপ্তাহের জন্য ধর্মীয় রীতি অনুসারে সমন নিতে চিৎমরম বৌদ্ধ মন্দিরে আসে। পরে গত ৩০ এপ্রিল গভীর রাতে বৌদ্ধ মন্দির থেকে সে নিখোঁজ হয়। অনেক খোজাঁখুজি করেও তাকে গত দুইদিন তাকে পায়নি স্থানীয়রা।
পরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাত’টার সময় কেয়াং ঘাট এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবরদিলে চন্দ্রঘোনা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
চিৎমরম ইউপি চেয়ারম্যান থোয়াই চিং মারমা ও চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ প্রদিপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।