parbattanews

কাপ্তাই চৌধুরীছড়া উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট

কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউপি এলাকাধীন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিদ্যুৎ ভবন সংলগ্ন মাঠে চৌধুরীছড়া উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আয়োজনে চৌধুরীছড়া উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল ম্যাচ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বাক বাবু আশীষ কুমার দাশ ও ফরহাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.টি.এম আব্দুজ্জাহের (ব্যবস্থাপক, কপা, কাপ্তাই)।

বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আব্দুল লতিফ (চেয়ারম্যান, ৪নং কাপ্তাই ইউপি), কয়সুল বারী (উপ-ব্যবস্থাপক, কপাবিকে, কাপ্তাই), উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ইব্রাহীম খলীল, সুজন বড়ুয়া (ব্যবস্থাপক, সোনালী ব্যাংক, কাপ্তাই শাখা), অনারারি ক্যাপ্টেন মো. আজিজুর রহমান (এসএম, ২৩ ইবি, কাপ্তাই), মো. আব্দুল ওহাব (সাধারণ সম্পাদক, সিবিএ, কপাবিকে), মো. শামসুল ইসলাম আজমীর (সভাপতি, ৪নং কাপ্তাই ইউপি আওয়ামী লীগ) মো. কবির হোসেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন ।

ফ্রেন্ডস ক্লাব এফসি-১০ বনাম সুপিরিয়র বয়েজ এর মধ্যে ১০-১০ ওভারের খেলায় সুপিরিয়র বয়েজ দল ৩০ রানে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি এবং সোনালী ব্যাংক চৌধুরী ছড়া শাখা নগদ ৮ হাজার টাকা স্পন্সর প্রদান করেন। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন, ওসমান গনি টনু।

Exit mobile version