কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এলাকা লকডাউন

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলা জল বিদ্যুৎ কেন্দ্র এলাকা করোনা সংক্রমন প্রতিরোধে গত ২৬ ফেব্রুয়ারি থেকে লগডাউন ঘোষণা করা হলেও কিছুদিন পূর্বে তা অনেকটা শিথিল করা হয়েছিলো। কিন্তু গত ২৪মে কাপ্তাই উপজেলায় প্রথম বারের মতো ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় কাপ্তাই জল বিদ্যুৎ এলাকায় শীতলতা প্রত্যাহার করে লকডাউনের ঘোষণা করা হয়েছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এলাকায় জরুরী সেবা ছাড়া কোন বহিরাগত ব্যক্তি এবং যেকোন যানবাহন প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সাথে অত্র এলাকায় বসবাসরত কোন ব্যক্তি বা যানবাহন প্রজেক্ট এলাকার বাইরে না যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা করেছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক( নিরাপত্তা) জসিম উদ্দিন জানান, করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রকল্প ব্যবস্থাপক কর্তৃক জারীকৃত লক ডাউন আদেশ গত ২৬ ফ্রেব্রুয়ারি শুরু হলেও গত কয়েকদিন থেকে জল বিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ পথ কিছুটা শিথিল করা হয়েছিল। কিন্তু কাপ্তাইয়ে গত ২৪ মে দুই জন করোনা পজেটিভ পাওয়াতে পুনরায় প্রকল্পের ফটক এলাকা লগডাউন ঘোষণা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন